শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

General Knowledge (Current GK)

Bangla E-School

 

General Knowledge (Current GK)

#RecentGK

General Knowledge (Current GK)


১. ক্রিকেটার মুশফিকুর রহিমকে UNICEF শুভেচ্ছাদূত হিসেবে  ঘোষণা করা হয়--  ০৪ অক্টোবর ২০২০


২. বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়-- ০৮ অক্টোবর ২০২০


৩. দেশের ১৬ তম অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে--  অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন 


৪. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে 'নারী ও শিশু নির্যাতন দমন(সংশোধন) আইন-২০২০' এর খসড়া মন্ত্রীসভায় চূড়ান্ত অনুমোদন-১২ অক্টোবর২০২০


৫.ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান কার্যকর করা হয়-- ১৩ অক্টোবর ২০২০


৬. বাহরাইনের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরুর হয়-- ১৫ অক্টোবর ২০২০


৭. ২৮ সেপ্টেম্বর ২০২০ প্রধানমন্ত্র‍ী শেখ হাসিনার কততম জন্মবার্ষিকী ছিলো-- ৭৪ তম


৮.ICDDR'B-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক হয়েছেন- তাহমিদ আহমেদ 


৯.দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে জাফলং 


১০.যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- তৃতীয় 


১১.কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিব- মো.মেসবাহুল ইসলাম 


১২.এশিয়ায় জাপানের সবচেয়ে বড়ো বিনিয়োগ হবে- বাংলাদেশে


১৩.২০২০ সালে নোবেল পুরষ্কার লাভ করেছেন- ১১জন ব্যক্তি ও একটি সংস্থা 


১৪. 'Auction Theory' উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২ অধ্যাপক? 

-- পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন


১৫.'Physical cosmology' নিয়ে গবেষণায় পদার্থ বিজ্ঞানে যে ৩ বিজ্ঞানী নোবেল পুরষ্কার পেয়েছেন?

i) রজার পেনরোজ (যুক্তরাজ্য), 

ii)রিয়েনহার্ড গেঞ্জেল (জার্মানি) ও 

iii) আন্দ্রেয়া গেজ (যুক্তরাষ্ট্র)


১৬.'Hepatitis C virus' শনাক্ত করার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন কোন ৩ বিজ্ঞানী?

i) হার্ভি জে অল্টার (মার্কিন), 

ii) মাইকেল হিউটন ( ব্রিটিশ) 

iii) চার্লস এম রাইস (মার্কিন)।


১৭.'Genome editing or Genome engineering' পদ্ধতির বিকাশে অবদান রাখার জন্য রসায়নে কোন দুই নারী বিজ্ঞানী নোবেল পেলেন?

ইমানুয়েল শারপঁসিয়(ফরাসি) ও জেনিফার এ ডাউডনা (মার্কিন)


১৮.সাহিত্যে ২০২০ নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি-- লুইস গ্লুক (সাহিত্য কর্ম- Firstborn)


১৯.২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থা--  বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)


২০.প্রথম ' শহীদ কাদরী স্মৃতি পুরষ্কার' লাভ করেছেন 

  জীবন চৌধুরী ও সেলিম জাহানে


২১.মাটির স্বাস্থ্য রক্ষায় 'Vermi compost(কেঁচো সার)' বিশেষ অবদান রাখায় "জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক-২০২০" লাভ করেছেন--  কুলসুম আক্তার 


২২.'বিশ্ব ক্ষুধা সূচক-২০২০' বাংলাদেশের অবস্থান--

 ৭৫ তম ; শীর্ষ দেশ- মাদাগাস্কার 


২৩.সম্প্রতি পাকিস্তানে চালুকৃত প্রথম মেট্রোরেলের নাম-- অরেঞ্জ লাইন।


২৪.জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র (জো বাইডেন) যুক্তরাষ্ট্রের-- ৪৭ তম ভাইস প্রেসিডেন্ট।


২৫.ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের-- ৪৫তম প্রেসিডেন্ট। 


২৬.দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার জন্য Flush flood বা পাহাড়ি ঢলের আগাম সতর্ক ব্যবস্থা চালু করেছে-- ভারত। 

৬ ঘণ্টা আগেই সতর্কতামূলক নির্দেশনা পাওয়া যাবে।


২৭.গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বৃহত্তম কৃত্রিম ঝরনা--  ‘পাম ফাউন্টেন’ (দুবাই)


২৮.জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছে-- রাবাব ফাতিমা


২৯.অষ্টম পঞ্চবার্ষিক পরিল্পনায় ২০২৫ সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার নামিয়ে আনার লক্ষ্য নির্ধারন করা হয়েছে-- ১৫.৬%


৩০. অষ্টম পঞ্চবার্ষিক পরিল্পনায় ২০২৫ সালের মধ্যে দেশের চরম দারিদ্র্যের হার নামিয়ে আনার লক্ষ্য নির্ধারন করা হয়েছে-- ৭.৪%


৩১.ভারতের নৌবাহিনীতে সম্প্রতি যুক্ত সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজের নাম-- আইএনএস কাভারাত্তি


৩২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া ‘Bangabandhu Federation Cup Basketball Tournament 2020’-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে-- বাংলাদেশ নৌবাহিনী


৩৩.মিয়ানমারের নৌবাহিনীকে প্রথম একটি কিলো ক্লাস সাবমেরিন আইএনএস “সিন্ধুবীর দেওয়ার ঘোষণা দিয়েছে--  ভারত


৩৪.বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তৈরি কোন দেশের ৭টি 'K-8W'  প্রশিক্ষণ বিমান দেশে এসেছে-- চীন


৩৫. 'IMF'র পূর্বাভাস মতে ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে-- ১৮৮৮ ডলার ; যা মাথাপিছু জিডিপিতে ভারতের ১৮৭৭ ডলারকে ছাড়িয়ে যাবে।


৩৬. কোভিড-১৯ চিকিৎসায় বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর দেবে-- যুক্তরাষ্ট্র


৩৭.'Rudram-1' কোন দেশের তৈরি পরমাণু বিকিরণরোধী ক্ষেপণাস্ত্র-  ভারত


৩৮.করোনার চিকিৎসায় দ্রুতগতিতে টিকা ও ওষুধ তৈরিতে 'Operation Rapid Speed' নামের কর্মসূচি নিয়েছে -- যুক্তরাষ্ট্র


৩৯.শতবর্ষী দবিরুল চৌধুরীকে মহামারির জন্য অর্থ সংগ্রহের স্বীকৃতিতে কি পদক দিলেন ব্রিটেনের রানি?

উঃ Order of the British Empire (OBE)


৪০.বিশ্বে প্রবাসী আয় অর্জনে বাংলাদেশের অবস্থান ৮ম


৪১.বিশ্বব্যাংকের(WB) পূর্বাভাস অনুযায়ী করোনার জন্য সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতি সংকুচিত হবে

উঃ ৫.২%


৪২.৪০তম বিশ্বখ্যাত হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান অভিনীত কোন সিনেমা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে-- বিনিসুতোয়


৪৩.দেশীয় শিল্পের সম্ভাবনা ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় কতটি পণ্য যুক্ত করে পাটজাত পণ্যের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার?

উঃ ২৮২টি পণ্য


৪৪.টাকা পাচার রোধের পাশাপাশি স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করতে কি নামে একটি সফটওয়্যার চালু করেছে বিকাশ?

উঃ AML 360


৪৫.'French Open 2020' মেয়েদের এককের ফাইনালে বিজয় লাভ করেছে পোলিশ কোন খেলোয়াড়?

উঃ ইগা শিয়াওতেক (১৯ বছরে বয়সে, প্রথম শিরোপা)


৪৬.'French Open 2020'এর পুরুষ এককে ফাইনালে বিজয় লাভ করেছে কোন খেলোয়াড়?

উঃ রাফায়েল নাদাল ( ২০ টি গ্র্যান্ড স্লাম জয় লাভ করেছেন)


৪৭.Wiki Loves Earth - 2020 '(WLE) নামের আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতায় কোন বাংলাদেশী আলোকচিত্রী বিজয় লাভ করেছে?

উঃ তৌহিদ পারভেজ বিপ্লব ; (সেরা ১০টির ছবির ৩টি নির্বাচিত)


৪৮.'Against Our Will: Men, Women and Rape’ বইটি কে লিখেছেন?

উঃ সুশান ব্রাউনমিলার, যুক্তরাষ্ট্র


৪৯.ভারত ও যুক্তরাষ্ট্রের পর এখন কোন দেশ চীনের 'TikTok' অ্যাপটি নিষিদ্ধ করল?

উঃ পাকিস্তান


৫০.২০২১ সাল হতে কোন দেশে প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করা হচ্ছে?

উঃ কানাডা


৫১.Commitment to Reducing Inequality (CRI) Index 2020 অনুসারে,বিশ্বে ১৫৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

উঃ ১১৩ তম ; শীর্ষে - নরওয়ে ;সর্বনিম্ন-দক্ষিণ সুদান


৫২.বিশ্বের অন্যতম শীর্ষ কম্পিউটার Processor নির্মাতা প্রতিষ্ঠান intel Corporation এর 'Board Of Directors' এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত  হয়েছেন কোন বাংলাদেশি?

উঃ ওমর ইশরাক


৫৩.কোন দেশের প্রধানমন্ত্রী সানা মারিন এক দিনের জন্য নিজের দায়িত্ব তুলে দিয়েছিলেন ১৬ বছরের কিশোরী 'আভা মুরতো'র হাতে?

উঃ ফিনল্যান্ড


৫৪.৫৯ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে?

উঃ ৩ নভেম্বর ২০২০


৫৫.বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে কোন দেশ থেকে?

উঃ সৌদি আরব


৫৬.ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত তম?

উঃ ১৮৭ তম


৫৭.মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘের ১৭ জন 'Young leader' তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি?

উঃ প্রযুক্তিবিদ জাহিন রোহান রাজিন


৫৮.বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে, কোনো ব্যাংক ব্যাংক ক্রেডিট কার্ডে কত শতাংশের বেশি সুদ নিতে পারবে না?

উঃ ২০%


৫৯. যুক্তরাষ্ট্রে চলমান ২৯তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় ‘মুক্তধারা/GFB Literary Award' পেতে যাচ্ছেন কোন কথাসাহিত্যিক?

উঃ সেলিনা হোসেন


৬০.মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক ইউনিভার্সিটির (এআইইউ) প্রথম চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন কোন বাংলাদেশী?

উঃ ড.মুহাম্মদ ইউনুস


৬১.World Bank(WB)'র তথ্য মতে,সড়ক দুর্ঘটনায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

উঃ চতুর্থ


৬২.সম্প্রতি কোন দেশে প্রথম সাফল্যের সঙ্গে 'Hypersonic Technology Demonstration Vehicle'র পরীক্ষা করল?

উঃ ভারত


৬৩.77-তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘Golden Lion’ পদক লাভ করেছে কোন চলচ্চিত্র?

উঃ Nomadland


৬৪.সম্প্রতি কোন দুইটি দেশের মধ্যে 'Acquisition and Cross Servicing 'নামের প্রতিরক্ষা চুক্তি হয়েছে?

উঃ ভারত-জাপান


৬৫.BBS'র ২০২০ সালের জরিপে দেশের সাক্ষরতার হার কত?

উঃ ৭৪.৭০%


৬৬.মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের তথ্য মতে,বিশ্বের মোট ইলিশের কত শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে?

উঃ ৮৬%


৬৭.দেশের GDP'তে এই রেমিটেন্সের অবদান কত শতাংশ?

উঃ প্রায় ১২%


৬৮.আন্তর্জাতিক 'Ocean Science Journal'র তথ্য মতে,কত সালের মধ্যে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ প্রবালশূন্য হওয়ার আশঙ্কা রয়েছে?

উঃ ২০৪৫ সাল


৬৯.৬১তম 'International Mathematics Olympiad(IMO)'তে বিশ্বের ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

উঃ ৩৮তম


৭০.এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ বাংলাদেশ 


৭১.WB'র প্রকাশিত তথ্য মতে 'Human Development Index - 2020' অনুসারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?

উঃ১২৩ তম


৭২.কোথায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে প্রথমবারের মতো দেশি মাছের Live Gene Bank কার্যক্রম শুরু হয়েছে?

উঃ ময়মনসিংহ


৭৩.Global Firepower Index 2020 অনুসারে, সামরিক শক্তির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

উঃ ৪৬ তম


৭৪.সাম্প্রতিক সময়ের তথ্য অনুযায়ী সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে?

উঃ ইন্দোনেশিয়া


৭৫.মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে গৃহ ও ভূমিহীন কতটি পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার?

উঃ ৮ লাখ ৮২ হাজার ৩৩ টি


৭৬.রাশিয়ার টিকা ‘স্পুটনিক-ভি’ এই প্রথম বাইরের কোন দেশে পরীক্ষা হতে যাচ্ছে?

উঃ বেলারুশ


৭৭.সংখ্যালঘু 'উৎসুল মুসলমানরা' চীনের কোন প্রদেশে বসবাস করে?

উঃ হাইনান প্রদেশ


৭৮.২০২০ সালে কততম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে?

উঃ ৫৯ তম


৭৯.জাপানের নবনির্বাচিত  নতুন প্রধানমন্ত্রীর নাম কি?

উঃ ইউশিহিদে সুগা


৮০. "বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ " ঘোষণা করা হয়েছে কোন নদীকে?

উঃ হালদা নদী


৮১.২০২১ সালে BIMSTEC ' র পঞ্চম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ শ্রীলংকা


৮২. ২০২২ সালে FAO'র ৩৬ তম এশিয়া-প্যাসিফিক সম্মেলন হবে কোথায়? উঃ বাংলাদেশ


৮৩.২৪ অক্টোবর ২০২০ জাতিসংঘের কততম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়- ৭৫ তম


৮৪. 'ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ-২০২০' এর জন্য মনোনীত বই-- দ্য ডিসকমফোর্ট অব ইভিনিং


৮৫.হংকং ও চীনের মধ্যে ‘এক দেশ দুই নীতি’ চালু থাকব-- ২০৪৭ সাল পর্যন্ত


৮৬.আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান--  ৬ষ্ঠ


৮৭. ২৫০ ফুট উচ্চতার ‘জয় বাংলা টাওয়ার’ নির্মিত হবে- মানিকগঞ্জ


৮৮.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০ অনুসারে, জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিন্ম দেশ-- লিথুনিয়া


৮৯. 'নেপালের প্রবেশদ্বার' বলা হয়-- বীরগঞ্জ


৯০. 'নেপালের বাণিজ্যিক রাজধানী'- বিরাটনগর


৯১. মুক্তিযুদ্ধে স্বীকৃতি প্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা-- ৩৩৯ জন


৯২.বিশ্বে কোন দেশ প্রথম দল হিসাবে আন্তর্জাতিক ক্র‍িকেটে ১০০০ তম ম্যাচে জয়লাভ করেছেন?

উঃ অস্ট্রেলিয়া 


৯৩.বর্তমানে বিশ্বের ঔষধ রপ্তানি করা হচ্ছে- ১৬০ টি দেশে; সর্বাধিক: মিয়ানমারে, দ্বিতীয়: শ্রীলঙ্কা


৯৪.'South Asian Games-2022'  অনুষ্ঠিত হবে- লাহোর,পাঞ্জাব, পাকিস্তান (১৪ তম) 


৯৫.করোনা ভাইরাস ছড়ানোর জন্য চীনের বিরুদ্ধে মামলা করে- যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য (এরিক স্মিথ) 


৯৬.কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয়-- ১১মার্চ,২০২০(WHO)


৯৭.মোট জাতীয় আয়ে বাংলাদেশের অবস্থান- ৪০তম


৯৮.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয়-- যুক্তরাষ্ট্রের মেশিগেন স্টেটে


৯৯.জলবায়ু শরনার্থীদের জন্য বিশ্বের বৃহত্তম আশ্র‍য়ন প্রকল্প অবস্থিত-- খুরুশকুল, কক্সবাজার।


১০০. সম্প্রতি বিশ্বের শীর্ষ ১০ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের-- মেরিনা তাবাসসুম(৩য়)


Bengali Grammar

Bangla E-School

 Bengali Grammar

ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, ডুয়েট, গাজীপুর কর্তৃক আয়োজিত ৬২ ও ৬৩ ব্যাচ দ্বয়ের ওরিয়েন্টেশনে বাংলা ব্যাকরণ ক্লাসের অংশ, রাশেদ রাজীব স্যারের জাদুময়ী টেকনিক শিক্ষার্থীদের সত্যিই মুগ্ধ করেসে I

Intermediate English Grammar

Bangla E-School

 

About this Specialization

This specialization follows our Learn English: Intermediate Grammar specialization and includes more advanced grammar concepts such as noun clauses and conditionals. You'll also learn how to blend verb tenses effectively and how to punctuate sentences correctly. This specialization is useful for non-native English speakers who want to improve their fluency or native speakers who want to improve their accuracy in using English for academic or professional purposes.



S.S.C Special Coaching

Bangla E-School



S.S.C Special Coaching 


S.S.C Special Coaching

 করোনার এই ক্লান্তিকালে সকল কিছু যখন স্থবির হয়ে পড়েছে, সে সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের কমলমতি শিক্ষার্থীরা। তাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ একটি বছর চলে যাচ্ছে, তবে যারা বুদ্ধিমান তারা তাদের পড়া-লেখা চালিয়ে যাচ্ছে। সে সময়ে শিক্ষার্থীদের পাশে আস্থার অভিভাবক হিসেবেে আছে আইকন টিউটোরিয়াল হোম।।

প্রতি বছরের ন্যায় এবারো সেরা শিক্ষক, সেরা শিক্ষার্থী এবং সেরা সেবা নিয়ে আইকন শুরু করতে যাচ্ছে এস.এস.সি স্পেশাল কোচিং ও মডেল টেস্ট ২০২১। তাই সবার থেকে এগিয়ে থাকতে আপনার আসনটি নিশ্চিত করুন।
S.S.C Special Coaching


এস.এস.সি স্পেশাল কোর্সে যা যা থাকছেঃ
#প্রতিদিন ক্লাস, প্রতিদিন বহুনির্বাচনী+সৃজনশীল (২০ নাম্বারের) পরীক্ষা।
#প্রতিদিন ২টি ক্লাস+প্রবলেম সলভিং ক্লাস।
#সাপ্তাহিক ৫০ নাম্বারের মোট ১০টি মডেল টেস্ট।
#মাসিক ১০০নাম্বারের মোট ১২টি মডেল টেস্ট।
#চূড়ান্ত পূর্ণাঙ্গ ১০টি মডেল টেস্ট।
#টেস্ট পেপার সলভিং।
#মোট ৭৫টি বহুনির্বাচনী টেস্ট+৩২টি মডেল টেস্ট।
# অভিজ্ঞ, আন্তরিক, দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান।

বাংলা সাহিত্যের তিন যুগ.

Bangla E-School

 বাংলা সাহিত্যের তিন যুগ.

বাংলার সাহিত্যের তিন যুগ.




বাংলার তিন যুগ বলতে,বাংলা সাহিত্যের তিন যুগ বুঝিয়েছি। আমরা সকলে জানি বাংলা সাহিত্যের তিন যুগ সম্পর্কে,এ তিন যুগের সাহিত্যই  বাংলা সাহিত্য কিন্তু বিষয়বস্তু,রচনারীতিতে তিন যুগের সাহিত্য তিন রকম।

১. প্রাচীণ যুগ--৯৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত
এই যুগে বাংলা সাহিত্যের একটি মাত্র বই পাওয়া যায়, যার নাম “চর্যাপদ” যেটি আবিস্কৃত হয় নেপালের রাজদরবার থেকে। এই বইয়রে ভাষা আজ দুর্বধ্য,বিষয়বস্তু দুরুহ। ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত কোন সাহিত্য রচিত হয়নি তাই,এই সময়টিকে বাংলা  সাহিত্যের অন্ধকার সময় বলা হয়।

২.মধ্যযুগ--১৩৫০ থেকে ১৮০০ সাল পর্যন্ত
মধ্যযুগে বাংলা সাহিত্যের বিশাল এক ভান্ডার সৃষ্টি হয় ,এ সময়ে রচিত হয় অসংখ্য কাহিনিী কাব্য এবং গীতিকবিতা। মধ্যযুগে আরেক শ্রেণির কাব্য সৃষ্টি হয় যার নাম “মঙ্গলকাব্য” এই যুগের শ্রেষ্ঠ ফসল হচ্ছে  “বৈষ্ণব পদাবলি”


৩. আধুনিক যুগ--১৮০০ থেকে চলমান বর্তমান
যে যুগে আমরা অবস্থান করছি সেটিই হচ্ছে আধুনিক যুগ,আধুনিক যুগের বড় অবদান “গদ্য”
 ”উইলিয়াম কেরি” এবং তার সহায়করা মিলে তৈরি করেন বাংলা গদ্যের।
আধুনিক যুগে বাংলা সাহিত্যে উপন্যাসের উম্মেষ ঘটান  প্যারিচাঁদ মিত্র,উপন্যাসের নাম “আলালের ঘরের দুলাল”। 

General Knowledge

Bangla E-School

 General Knowledge 

General Knowledge


🌸🌸🌸এভাবে পড়ুন মনে থাকবে :) ইনশা'আল্লাহ


🌼খাঁটি বাংলা উপসর্গ --২১ টি৷

২১দফার প্রথম দফা--রাষ্ট্র ভাষা বাংলা চাই।


🌼 বর্তমানে জনসংখ্যায় শীর্ষদেশ - চীন

ধান ও গম উৎপাদনেও শীর্ষদেশ - চীন 

🌼তাসখন্দ চুক্তি ১৯৬৬ সালে

ছয় দফা ১৯৬৬ সাল  

🌼 কাজী নজরুলের মৃত্যু-১৯৭৬সালে ৷

জসীম উদ্দীনের মৃত্যু--১৯৭৬সালে


🌼সুফিয়া কামালের জন্ম--১৯১১সালে ৷

বঙ্গভঙ্গ রদ হয়--১৯১১সালে ৷


🌼 জাতীয় মানবাধিকার কমিশনের

চেয়ারম্যান-কাজী রিয়াজুল হক -৩য়

জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় - তৃতীয়

সবজি উৎপাদনে বিশ্বে –তৃতীয়

মায়ানমারের সাথে সীমান্ত জেলা-৩টি 


 🌼জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে

- চতুর্থ

মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে -চতুর্থ

আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে - চতুর্থ।

ধান উৎপাদনে - চতুর্থ।

ঢাকা স্বাধীনতার পূর্বে রাজধানী

হয়-৪বার ।

ঢাকা মহানগর ৪ টি নদী দ্বারা বেষ্টিত।

বাংলাদেশ বিশ্বের ৪র্থ দেশ হিসেবে

নিজেদের ১০০ তম টেস্টে জয় লাভ করে।

ছাগল উৎপাদনে চতুর্থ


🌼দুদক এর চেয়ারম্যান - ইকবাল মাহমুদ -৫ম

৫ম বাংলাদেশী হিসেবে ওয়ানডে

হাট্রিক করলেন তাসকিন আহমেদ

🌼 যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ

দলের অভিষেক হয়--- ৭ম

বাংলাদেশের সংবিধান ৭ টি তফসিল

বা schedule- এ বিভক্ত

বাংলাদেশে সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি

আম উৎপাদনে বিশ্বে - ৭ম

আলু উৎপাদনে বিশ্বে - ৭ম

ওয়ানডে ক্রিকেটে বর্তমানে

বাংলাদেশের অবস্থান-৭ম

জনসংখ্যার ঘনত্বে বিশ্বে -৭ম

 

🌼 জনসংখ্যায় বিশ্বে -৮ম

রেমিট্যান্স প্রাপ্তিতে -৯ম

হামের প্রকোপের তালিকায়

বাংলাদেশের অবস্থান বিশ্বে --- অষ্টম।

জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান

বিশ্বে --- অষ্টম।


🌼 মোবাইল ব্যবহারকারী দেশ হিসেবে

বিশ্বে -১০ম

চা উৎপাদনে বিশ্বে-১০তম

টি২০ ক্রিকেটে - ১০ম

আত্মহত্যার দিক থেকে বিশ্বে-১০ম

স্মার্ট কার্ডের মেয়াদ হবে --- ১০ বছর।

বর্তমানে বাংলাদেশ পুলিশের রেঞ্জ ---

১০টি।


🌼মুক্তিযোদ্ধের সময় বাংলাদেশকে

ভাগ করা হয়েছিল—১১টি সেক্টরে বাংলাদেশের

সংবিধানের ১১ টি ভাগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর - ফজলে কবির -১১তম


🌼 প্রধানমন্ত্রী - শেখ হাসিনা - ১২তম

পি.এস.সি চেয়ারম্যান-ড. মোহম্মদ সাদিক-১৪তম

 

🌼ওয়ানডে তে ১০০তম ম্যাচ খেলেছিল-

ভারতের বিপক্ষে এবং তাতে জয়ও লাভ

করেছিল।

ওয়ানডে তে ১০০তম জয় আফগানিস্তানের

বিপক্ষে।


🌼Commonwealth এর সদস্যপদ লাভ –১৯৭২

সালে

WHO এর সদস্যপদ লাভ –১৯৭২সালে

ILO এর সদস্যপদ লাভ – ১৯৭২ সালে

IBRD (World Bank) এর সদস্যপদ লাভ– ১৯৭২

সালে

UNESCO এর সদস্যপদ লাভ– ১৯৭২সালে

IAEA এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে

IMF এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে


🌼NAM এর সদস্যপদ লাভ – ১৯৭৩ সালে

FAO এর সদস্যপদ লাভ– ১৯৭৩ সালে

ESCAP এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে

ADB এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে

RED CROSS এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে


🌼UN এর সদস্যপদ লাভ- ১৯৭৪ সালে

OIC এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে

IDB এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে

FIFA এর সদস্যপদ লাভ–১৯৭৪ সালে

  

🌼   INTERPOL এর সদস্যপদ লাভ– ১৯৭৬ সালে

IFC এর সদস্যপদ লাভ– ১৯৭৬ সালে


🌼 WTO এর সদস্যপদ লাভ– ১৯৯৫ সালে

UNICAD এর সদস্যপদ লাভ– ১৯৯৫ সালে


🌼কাজী নজরুল জন্ম- ১৮৯৯ সাল

জীবনানন্দ দাস জন্ম- ১৮৯৯ সাল


১। মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে থেকে?

            (ক) ৮ জানুয়ারি ২০২০

            (খ) ১০ জানুয়ারি ২০২০

            (গ) ১৭ মার্চ ২০১৯

            (ঘ) ২১ ফেব্রুয়ারি ২০২০


২। মুজিববর্ষ লোগোটির ডিজাইনার কে?

            (ক) সব্যসাচী হাজরা

            (খ) কামরুল হাসান

            (গ) ধ্রুব এষ

            (ঘ) রফিকুন নবী


৩। মুজিববর্ষ পালন করা হবে কতটি দেশে?

            (ক) ৭৩টি        (খ) ৯৩টি

            (গ) ১২০টি       (ঘ) ১৯৩টি


৪। ‘আমার দেখা নয়াচীন’ বইটি বঙ্গবন্ধু লেখেন—

            (ক) ১৯৫৪ সালে

            (খ) ১৯৬৪ সালে

            (গ) ১৯৬৬ সালে

            (ঘ) ১৯৭১ সালে


৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসের নাম করে—

            (ক) Corona-19

            (খ) COVETUS-20

            (গ) COVID-19

            (ঘ) COBID-19


৬। কাট-কপি-পেস্টের উদ্ভাবক কে?

            (ক) ল্যারি টেমলিনসন

            (খ) ল্যারি টেসলার

            (গ) হাওয়ার্ড একিন

            (ঘ) ভিনটন জি কার্ফ


৭। কোন প্রতিষ্ঠানটি ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ পাবে?

            (ক) এশিয়াটিক সোসাইটি

            (খ) বিশ্বসাহিত্য কেন্দ্র

            (গ) বাংলা একাডেমি

            (ঘ) ভারতেশ্বরী হোমস


৮। কোন প্রতিষ্ঠান একুশে পদক ২০২০ পেয়েছে?

            (ক) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

            (খ) এশিয়াটিক সোসাইটি

            (গ) বিশ্বসাহিত্য কেন্দ্র 

            (ঘ) খাদ্য গবেষণা ইনস্টিটিউট


৯। একুশে পদক ২০২০ পেয়েছে কতজন ব্যক্তি?

            (ক) ১০ জন     (খ) ২০ জন

            (গ) ৯ জন       (ঘ) ১৪ জন


১০। স্বাধীনতা পুরস্কার ২০২০ পাবে কতজন ব্যক্তি?

            (ক) ২ জন       (খ) ৫ জন

            (গ) ৯ জন       (ঘ) ২০ জন


১১। মাতৃভাষা হিসেবে বিশ্বে বাংলার অবস্থান কততম?

            (ক) ২য়            (খ) ৩য়

            (গ) ৯ম            (ঘ) ৫ম


১২। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

            (ক) ১৪৬তম   (খ) ১৫৭তম

            (গ) ৯৭তম      (ঘ) ২০৫তম


১৩। বঙ্গবন্ধুর ওপর এমফিল ও পিএইচডি চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোন বিশ্ববিদ্যালয়?

            (ক) জাতীয় বিশ্ববিদ্যালয়

            (খ) ঢাকা বিশ্ববিদ্যালয়

            (গ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়

            (ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়


১৪। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কে?

            (ক) বিরাট কোহলি

            (খ) বেন স্টোকস

            (গ) সাকিব আল হাসান

            (ঘ) মুশফিকুর রহিম


১৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে কবে?

            (ক) ৩১ জানুয়ারি

            (খ) ২ ফেব্রুয়ারি

            (গ) ১২ ফেব্রুয়ারি

            (ঘ) ২১ ফেব্রুয়ারি


 ১৬। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক—

            (ক) শরিফুল ইসলাম

            (খ) তানজিম হাসান

            (গ) আকবর আলী

            (ঘ) মাহামুদুল হাসান


১৭। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামাজিক উত্তরণ সূচকে ৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

            (ক) ৫০তম      (খ) ৮২তম

            (গ) ৭০তম       (ঘ) ৭৮তম


১৮। নারীর শান্তি ও নিরাপত্তাসূচকে শীর্ষ দেশ কোনটি?

            (ক) নরওয়ে     (খ) সুইডেন

            (গ) ইরান         (ঘ) তুরস্ক


১৯। কবে দেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন হবে?

            (ক) ২০২০ সালে

            (খ) ২০২১ সালে

            (গ) ২০২২ সালে

            (ঘ) ২০২৩ সালে


২০। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ কবে চ্যাম্পিয়ন হয়?

            (ক) ১০ জানুয়ারি

            (খ) ৯ ফেব্রুয়ারি

            (গ) ২৫ জানুয়ারি

            (ঘ) ১৫ ফেব্রুয়ারি


২১। ‘বঙ্গবন্ধু শিল্পনগর’ কোথায় অবস্থিত?

            (ক) ঢাকা         (খ) গাজীপুর

            (গ) চট্টগ্রাম     (ঘ) গোপালগঞ্জ


২২। বর্তমানে বাংলাদেশের কৃষিপণ্য বিশ্বের কতটি দেশে রপ্তানি হচ্ছে?

            (ক) ৯৭টি        (খ) ১২১টি

            (গ) ১৫০টি       (ঘ) ১৭০টি


২৩। ৯২তম একাডেমি অ্যাওয়ার্ডে (২০২০) কয়েকটি বিভাগে পুরস্কার জিতেছে কোন চলচ্চিত্র?

            (ক) প্যারাসাইট

            (খ) হাসলারস

            (গ) নাইভস আউট

            (ঘ) লিটল উইমেন


২৪। করোনাভাইরাস চীনের কোন শহর থেকে ছড়িয়েছে?

            (ক) বেইজিং

            (খ) উহান

            (গ) সাংহাই

            (ঘ) লুয়ান


২৫। আমার দেখা নয়াচীন বইটি কত সালে প্রকাশিত হয়?

            (ক) ২০১০ সালে

            (খ) ২০১৯ সালে

            (গ) ২০২০ সালে

            (ঘ) ১৯৯৯ সালে


২৬। ইরানের কুদস বাহিনীর বর্তমান প্রধান কে?

            (ক) ইসমাইল কানি

            (খ) আয়াতুল্লাহ খোমেনি

            (গ) সোলাইমানি

            (ঘ) রমজান শরীফ


২৭। বাংলাদেশে একজন করে বিচারক রয়েছেন কতজন মানুষের জন্য?

            (ক) ১০০          (খ) ৫ হাজার

            (গ) ১ লাখ        (ঘ) ২ লাখ


২৮। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সুপার হিউম্যান’ হিসেবে অভিহিত করেছেন কে?

            (ক) নরেন্দ্র মোদি

            (খ) জিউসেপ কোঁতে

            (গ) ডোনাল্ড ট্রাম্প

            (ঘ) ভ্লাদিমির পুতিন


২৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়াচীন’ কোন ধরনের গ্রন্থ?

            (ক) উপন্যাস  

            (খ) কাব্য

            (গ) ছোটগল্প

            (ঘ) স্মৃতিকথামূলক ও ভ্রমণকাহিনী


৩০। আমার দেখা নয়াচীন বইয়ের ইংরেজি অনুবাদক—

            (ক) ড. হাবিবুল্লাহ সিরাজী

            (খ) ড. ফকরুল আলম

            (গ) ড. সিরাজুল ইসলাম

            (ঘ) ড. আনিসুজ্জামান


৩১। ০২.০২.২০২০ তারিখটি ছিল একটি—

            (ক) প্যালিনড্রমিক সংখ্যা

            (খ) সিনথেটিক সংখ্যা

            (গ) রোমানীয় সংখ্যা

            (ঘ) ডিফারেনশিয়াল সংখ্যা


৩২। মুজিববর্ষ শুরু হবে কবে থেকে?

            (ক) ১ মার্চ       

            (খ) ১৭ মার্চ

            (গ) ২৬ মার্চ   

            (ঘ) ১৫ আগস্ট


৩৩। ইরাকের নতুন প্রধানমন্ত্রীর নাম—

            (ক) আবদেল আব্দুল মাহদি

            (খ) বাহরাম সালিহ

            (গ) আহমেদ হাসান

            (ঘ) তৌফিক আলাউয়ি


৩৪। নারীর শান্তি ও নিরাপত্তাসূচকে বাংলাদেশের অবস্থান—

            (ক) ২৪তম     

            (খ) ৫৫তম

            (গ) ৯৩তম     

            (ঘ) ১৪২তম


৩৫। ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্যসংখ্যা কতটি দেশ?

            (ক) ২৫           (খ) ২৬

            (গ) ২৭            (ঘ) ২৮

৩৬। যুক্তরাজ্য কবে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে?

            (ক) ৩১ জানুয়ারি, ২০২০

            (খ) ২ ডিসেম্বর, ২০১৯

            (গ) ৭ মার্চ, ২০১৮

            (ঘ) ৫ ফেব্রুয়ারি, ২০২০


উত্তর মিলিয়ে নিন : ১. খ ২. ক ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ক।

General Science Class-8

Bangla E-School

 

Classification of animals

Class-8 Science

১. পর্ব: পরিফেরা (Porifera)
স্বভাব ও বাসস্থান:- পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে।
সাধারণ বৈশিষ্ট্য
• সরলতম বহুকোষী প্রাণী। • দেহপ্রাচীর অসংখ্য হিলযুক্ত। এই লিপথে পানির সাথে অক্সিজেন ও খাদাকছু প্রবেশ করে। • কোনাে পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না।
উদাহরণ : Sparagilla, Scypha
২.পর্ব: নিডারিয়া (Cnidaria)
এই পর্ব ইতােপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল।
স্বভাব ও বাসস্থান:- পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝরনা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলাে বিচিত্র বর্ণ ও আকার-আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলােনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনাে কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে
সাধারণ বৈশিষ্ট্য
• দেহ দুটি ভ্ৰণীয় কোষতর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডােডার্ম। • দেহ গহবরকে সিলেন্টেরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে • এক্টোডার্মে নিডােব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলাে শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়।
৩. পর্ব: প্লাটিহেলমিনথেস (Platyhelminthes)
স্বভাব ও বাসস্থান:- এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃজীবী হিসেবে অন্য জীবদেহের বাইরে বা ভিতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এই পৰ্ব্বে কোনাে কোনাে প্রাণী ভেজা ও সেঁতসেঁতে মাটিতে বাস করে।
সাধারণ বৈশিষ্ট্য
• দেহ, চ্যাপ্টা, উভলিঙ্গ। • বহিঃপরজীবী বা অন্তরজীবী। • দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। • দেহে চোষক ও আংটা থাকে। • দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলাে রেচন অঙ্গ হিসেবে কাজ করে। • পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত।
উদাহরণ : যকৃৎ কৃমি, ফিতা কৃমি
৪. পর্ব: নেমাটোডা (Nematoda)
অনেকে একে নেমাথেলমিনথেস বলে।
স্বভাব ও বাসস্থান:- এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব প্রজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে নানারকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণীই মুক্তজীবী,যারা পানি ও মাটিতে বাস করে।
সাধারণ বৈশিষ্ট্য
• দেহ নলাকার ও পুর ত্বক দ্বারা আবৃত। • পৌষ্টিকনালি সম্পূর্ণ, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত। • শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। • সাধারণত একলিশ। • দেহ গম্বর অনাবৃত ও প্রকৃত সিলােম নাই।
উদাহরণ : গােলকৃমি, ফাইলেরিয়া কৃমি
৫. পর্ব: অনেলিডা(Annelida)
স্বভাব ও বাসস্থান: পৃথিবীর প্রায় সকল নাতিশীতােষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বে প্রাণীদের পাওয়া যায়। এদের বন্ধু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমূহ বাস কত্রে। এই পর্বের বহু প্রাণী সেঁতসেঁতে মাটিতে বসবাস করে। কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে কসবাস করে।
সাধারণ বৈশিষ্ট্য
• দেহ নলাকার ও থায়িত। • নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। • প্রতিটি খন্ডে সিটা থাকে (জোঁকে থাকে না। সিটা চলাচলে সহায়তা করে।
উদাহরণ । কেঁচো, জোক
৬. পর্ব: আর্থোপােভা (Arthropoda)
স্বভাব ও বাসস্থান:- এই পর্বটি প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরন্দ্রীয় হিসেবে বাস করে। বহু প্রাণী এলে, স্বাদু পানি ও সমুদ্র বাস করে। এ পর্বে অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উড়তে পারে।
সাধারণ বৈশিষ্ট্য
• দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্দিত উপাঙ্গ বিদ্যমান। • মাথায় একজোড়া পুঞ্জাঙ্কি ও অ্যান্টেনা থাকে। • নরম দেহ কাইটিন সমৃশ শক্ত আবরণী দ্বারা আবৃত। • দেহের রক্তপূর্ণ গহবর হিমােসিল নামে পরিচিত।
উদাহরণ। প্রজাপতি, চিকি, আরশােল
৭.পর্ব: মলাস্কা (Mollusca)
স্বভাব ও বাসস্থান:- এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান ও সভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বনেজঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে।
সাধারণ বৈশিষ্ট্য
• দেহ নরম। নরম দেহটি সাধারণত শক্ত খােলস দ্বারা আবৃত থাকে। • পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। • ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসনকার্য চালায়।
উদাহরণ: শামুক, ঝিনুক
৮. পর্ব : একাইনােডারমাটা (Echinodermata)
স্বভাব ও বাসস্থান:- এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের শলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশ মুক্তজীবী।
সাধারণ বৈশিষ্ট্য
• দেহত্বক ঝটাযুক্ত। • দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত। • পানি সবহনতন্ত্র থাকে এবং নালিপদের সাহায্যে চলাচল করে। • পূর্ণাঙ্গ প্রাণীতে, অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিনতু মাথা চিহ্নিত করা যায় না।
উদাহরণ: তারামাছ, সমুদ্র শশা
৯.পর্ব: কর্ডাটা (Chordata)
স্বভাব ও বাসস্থান : এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। এদের ভূ প্রজাতি ডাঙ্গায় বাস করে। জলচর কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমূদ্র বাস করে। বন্ধু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী,গুহাবাসী ও খেচর। কর্ডাটা পর্বের বহু প্রাণী বহিঃপ্রজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে।
সাধারণ বৈশিষ্ট্য
• এই পন্ত্রে প্রাণীর সারা জীবন অথবা ভূণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ ব্রা নটোকর্ড অবস্থান করে। নটোকর্ড হলো একটা নরম,নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখন্ডয়িত অঙ্গ। • পৃষ্ঠদেশে একক, ফাপ স্নায়ুর থাকে। • সারা জীবন অথবা জীবন চক্রের কোনাে এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে।
উদাহরণ : মানুষ, কুনােব্যাঙ,
কর্তাটা পর্বকে তিনটি উপপর্বে ভাগ করা যায়। যথা-
ক. ইউরােকর্ডাটা (Urochordata)
সাধারণ বৈশিষ্ট্য
• প্রাথমিক অবস্থায় ফুলকার, পৃষ্ঠীয় ফঁাপা স্নায়ুরজ্জ্ব থাকে। • শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে।
উদাহরণ: Ascidia
খ. সেফালােকর্ডাটা (Cephalochordata)
সাধারণ বৈশিষ্ট্য
• সারাজীবনই এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ করা যায়। • লেম্বলে মাছের মতী।
উদাহরণ: Branchiostoma
1. ভার্টিব্রাটা (Vertebrata)
এই উপ-পর্বের প্রাণীরাই মেরুদন্ডী প্রাণী হিসেবে পরিচিত। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদন্ডী প্রাণীদের ৭টি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
১. শ্রেণি- সাইক্লোস্টোমাটা (Cyclostomata)
সাধারণ বৈশিষ্ট্য
• লম্বাটে দেই। • মুথহিত্র গােলাকার এবং চোয়ালবিহীন। • এদের দেহে আঁইশ বা যুগ পাখনা অনুপস্থিত। • ফুলকাছিদ্রের সাহায্যে শ্বাস নেয়।
উদাহরণ : PetrolyZCN
২. শ্রেণি- কনড্রিকথিস (Chondrichthyes)
সাধারণ বৈশিষ্ট্য
• এ পর্বের সকল প্রাণী সমুদ্র বাস করে। • কঙ্কাল তরুণাস্থিময়। • দেহ প্ল্যাকয়েড আইশ দ্বারা আবৃত, মাথার দুই পাশে ৫-৭ জোড়া ফুলকাছিদ্র থাকে। • কানকো থাকে না।
উদাহরণ : হাঙ্গর, রাত মাছ, হাতুড়ি মাছ
৩. শ্রেণি- অস্টিকথিস (Osteichthyes)
সাধারণ বৈশিষ্ট্য
• অধিকাংশই স্বাদু পানির মাছ। • সেই সাইক্লোজে, গ্যানয়েড বা টিনয়েড ধরনের আঁইশ দ্বারা আবৃত। • মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলাে কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
উদাহরণ: ইলিশ মাছ, সি-হর্স
৪.শ্রেণি- উভচর (Amphibla)
মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতাে বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় পরিণত বয়সের বাস করে তারাই উভচর।
সাধারণ বৈশিষ্ট্য
• দেহত্বক আঁইশবিহীন। • ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রম্থিযুক্ত। • শীতল রক্তের প্রাণী। • পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়।
উদাহরণ : সােনাব্যাঙ, কুনােব্যাঙ
৫.শ্রেণি- সরীসৃপ (Reptilin)
সাধারণ বৈশিষ্ট্য
• কুকের করে চলে। • চার পায়েই পাঁচটি করে নফুল আছে।
উদাহরণ: টিকটিকি, কুমির, সাপ
৬. শ্রেণি- পহ্মীকূল (Aves)
সাধারণ বৈশিষ্ট্য
• দে পালকে আবৃত। • দুটি ডানা, দুটি পা ও একটি চক্ষু আছে। • ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উড়তে পারে। • উষ্ণ রকের প্রাণী। • হাড় শক্ত,হালকা ও ফাঁপা।
উদাহরণ:-দোয়েল,হাঁস
৭. শ্রেণি- (Mammalia)
সাধারণ বৈশিষ্ট্য
• দেহ লােমে আবৃত। • স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। তবে এর ব্যতিক্রম আছে,যেমন- প্লাটিপাস। • উষ্ণ রক্তের প্রাণী •চোয়ালে বিঘ্নি ধরনের দাত থাকে। • শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। • হৎপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
উদাহরণ: মানুষ, উট, বাঘ