শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

General Knowledge

 General Knowledge 

General Knowledge


🌸🌸🌸এভাবে পড়ুন মনে থাকবে :) ইনশা'আল্লাহ


🌼খাঁটি বাংলা উপসর্গ --২১ টি৷

২১দফার প্রথম দফা--রাষ্ট্র ভাষা বাংলা চাই।


🌼 বর্তমানে জনসংখ্যায় শীর্ষদেশ - চীন

ধান ও গম উৎপাদনেও শীর্ষদেশ - চীন 

🌼তাসখন্দ চুক্তি ১৯৬৬ সালে

ছয় দফা ১৯৬৬ সাল  

🌼 কাজী নজরুলের মৃত্যু-১৯৭৬সালে ৷

জসীম উদ্দীনের মৃত্যু--১৯৭৬সালে


🌼সুফিয়া কামালের জন্ম--১৯১১সালে ৷

বঙ্গভঙ্গ রদ হয়--১৯১১সালে ৷


🌼 জাতীয় মানবাধিকার কমিশনের

চেয়ারম্যান-কাজী রিয়াজুল হক -৩য়

জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় - তৃতীয়

সবজি উৎপাদনে বিশ্বে –তৃতীয়

মায়ানমারের সাথে সীমান্ত জেলা-৩টি 


 🌼জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে

- চতুর্থ

মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে -চতুর্থ

আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে - চতুর্থ।

ধান উৎপাদনে - চতুর্থ।

ঢাকা স্বাধীনতার পূর্বে রাজধানী

হয়-৪বার ।

ঢাকা মহানগর ৪ টি নদী দ্বারা বেষ্টিত।

বাংলাদেশ বিশ্বের ৪র্থ দেশ হিসেবে

নিজেদের ১০০ তম টেস্টে জয় লাভ করে।

ছাগল উৎপাদনে চতুর্থ


🌼দুদক এর চেয়ারম্যান - ইকবাল মাহমুদ -৫ম

৫ম বাংলাদেশী হিসেবে ওয়ানডে

হাট্রিক করলেন তাসকিন আহমেদ

🌼 যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ

দলের অভিষেক হয়--- ৭ম

বাংলাদেশের সংবিধান ৭ টি তফসিল

বা schedule- এ বিভক্ত

বাংলাদেশে সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি

আম উৎপাদনে বিশ্বে - ৭ম

আলু উৎপাদনে বিশ্বে - ৭ম

ওয়ানডে ক্রিকেটে বর্তমানে

বাংলাদেশের অবস্থান-৭ম

জনসংখ্যার ঘনত্বে বিশ্বে -৭ম

 

🌼 জনসংখ্যায় বিশ্বে -৮ম

রেমিট্যান্স প্রাপ্তিতে -৯ম

হামের প্রকোপের তালিকায়

বাংলাদেশের অবস্থান বিশ্বে --- অষ্টম।

জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান

বিশ্বে --- অষ্টম।


🌼 মোবাইল ব্যবহারকারী দেশ হিসেবে

বিশ্বে -১০ম

চা উৎপাদনে বিশ্বে-১০তম

টি২০ ক্রিকেটে - ১০ম

আত্মহত্যার দিক থেকে বিশ্বে-১০ম

স্মার্ট কার্ডের মেয়াদ হবে --- ১০ বছর।

বর্তমানে বাংলাদেশ পুলিশের রেঞ্জ ---

১০টি।


🌼মুক্তিযোদ্ধের সময় বাংলাদেশকে

ভাগ করা হয়েছিল—১১টি সেক্টরে বাংলাদেশের

সংবিধানের ১১ টি ভাগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর - ফজলে কবির -১১তম


🌼 প্রধানমন্ত্রী - শেখ হাসিনা - ১২তম

পি.এস.সি চেয়ারম্যান-ড. মোহম্মদ সাদিক-১৪তম

 

🌼ওয়ানডে তে ১০০তম ম্যাচ খেলেছিল-

ভারতের বিপক্ষে এবং তাতে জয়ও লাভ

করেছিল।

ওয়ানডে তে ১০০তম জয় আফগানিস্তানের

বিপক্ষে।


🌼Commonwealth এর সদস্যপদ লাভ –১৯৭২

সালে

WHO এর সদস্যপদ লাভ –১৯৭২সালে

ILO এর সদস্যপদ লাভ – ১৯৭২ সালে

IBRD (World Bank) এর সদস্যপদ লাভ– ১৯৭২

সালে

UNESCO এর সদস্যপদ লাভ– ১৯৭২সালে

IAEA এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে

IMF এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে


🌼NAM এর সদস্যপদ লাভ – ১৯৭৩ সালে

FAO এর সদস্যপদ লাভ– ১৯৭৩ সালে

ESCAP এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে

ADB এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে

RED CROSS এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে


🌼UN এর সদস্যপদ লাভ- ১৯৭৪ সালে

OIC এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে

IDB এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে

FIFA এর সদস্যপদ লাভ–১৯৭৪ সালে

  

🌼   INTERPOL এর সদস্যপদ লাভ– ১৯৭৬ সালে

IFC এর সদস্যপদ লাভ– ১৯৭৬ সালে


🌼 WTO এর সদস্যপদ লাভ– ১৯৯৫ সালে

UNICAD এর সদস্যপদ লাভ– ১৯৯৫ সালে


🌼কাজী নজরুল জন্ম- ১৮৯৯ সাল

জীবনানন্দ দাস জন্ম- ১৮৯৯ সাল


১। মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে থেকে?

            (ক) ৮ জানুয়ারি ২০২০

            (খ) ১০ জানুয়ারি ২০২০

            (গ) ১৭ মার্চ ২০১৯

            (ঘ) ২১ ফেব্রুয়ারি ২০২০


২। মুজিববর্ষ লোগোটির ডিজাইনার কে?

            (ক) সব্যসাচী হাজরা

            (খ) কামরুল হাসান

            (গ) ধ্রুব এষ

            (ঘ) রফিকুন নবী


৩। মুজিববর্ষ পালন করা হবে কতটি দেশে?

            (ক) ৭৩টি        (খ) ৯৩টি

            (গ) ১২০টি       (ঘ) ১৯৩টি


৪। ‘আমার দেখা নয়াচীন’ বইটি বঙ্গবন্ধু লেখেন—

            (ক) ১৯৫৪ সালে

            (খ) ১৯৬৪ সালে

            (গ) ১৯৬৬ সালে

            (ঘ) ১৯৭১ সালে


৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসের নাম করে—

            (ক) Corona-19

            (খ) COVETUS-20

            (গ) COVID-19

            (ঘ) COBID-19


৬। কাট-কপি-পেস্টের উদ্ভাবক কে?

            (ক) ল্যারি টেমলিনসন

            (খ) ল্যারি টেসলার

            (গ) হাওয়ার্ড একিন

            (ঘ) ভিনটন জি কার্ফ


৭। কোন প্রতিষ্ঠানটি ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ পাবে?

            (ক) এশিয়াটিক সোসাইটি

            (খ) বিশ্বসাহিত্য কেন্দ্র

            (গ) বাংলা একাডেমি

            (ঘ) ভারতেশ্বরী হোমস


৮। কোন প্রতিষ্ঠান একুশে পদক ২০২০ পেয়েছে?

            (ক) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

            (খ) এশিয়াটিক সোসাইটি

            (গ) বিশ্বসাহিত্য কেন্দ্র 

            (ঘ) খাদ্য গবেষণা ইনস্টিটিউট


৯। একুশে পদক ২০২০ পেয়েছে কতজন ব্যক্তি?

            (ক) ১০ জন     (খ) ২০ জন

            (গ) ৯ জন       (ঘ) ১৪ জন


১০। স্বাধীনতা পুরস্কার ২০২০ পাবে কতজন ব্যক্তি?

            (ক) ২ জন       (খ) ৫ জন

            (গ) ৯ জন       (ঘ) ২০ জন


১১। মাতৃভাষা হিসেবে বিশ্বে বাংলার অবস্থান কততম?

            (ক) ২য়            (খ) ৩য়

            (গ) ৯ম            (ঘ) ৫ম


১২। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

            (ক) ১৪৬তম   (খ) ১৫৭তম

            (গ) ৯৭তম      (ঘ) ২০৫তম


১৩। বঙ্গবন্ধুর ওপর এমফিল ও পিএইচডি চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোন বিশ্ববিদ্যালয়?

            (ক) জাতীয় বিশ্ববিদ্যালয়

            (খ) ঢাকা বিশ্ববিদ্যালয়

            (গ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়

            (ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়


১৪। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কে?

            (ক) বিরাট কোহলি

            (খ) বেন স্টোকস

            (গ) সাকিব আল হাসান

            (ঘ) মুশফিকুর রহিম


১৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে কবে?

            (ক) ৩১ জানুয়ারি

            (খ) ২ ফেব্রুয়ারি

            (গ) ১২ ফেব্রুয়ারি

            (ঘ) ২১ ফেব্রুয়ারি


 ১৬। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক—

            (ক) শরিফুল ইসলাম

            (খ) তানজিম হাসান

            (গ) আকবর আলী

            (ঘ) মাহামুদুল হাসান


১৭। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামাজিক উত্তরণ সূচকে ৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

            (ক) ৫০তম      (খ) ৮২তম

            (গ) ৭০তম       (ঘ) ৭৮তম


১৮। নারীর শান্তি ও নিরাপত্তাসূচকে শীর্ষ দেশ কোনটি?

            (ক) নরওয়ে     (খ) সুইডেন

            (গ) ইরান         (ঘ) তুরস্ক


১৯। কবে দেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন হবে?

            (ক) ২০২০ সালে

            (খ) ২০২১ সালে

            (গ) ২০২২ সালে

            (ঘ) ২০২৩ সালে


২০। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ কবে চ্যাম্পিয়ন হয়?

            (ক) ১০ জানুয়ারি

            (খ) ৯ ফেব্রুয়ারি

            (গ) ২৫ জানুয়ারি

            (ঘ) ১৫ ফেব্রুয়ারি


২১। ‘বঙ্গবন্ধু শিল্পনগর’ কোথায় অবস্থিত?

            (ক) ঢাকা         (খ) গাজীপুর

            (গ) চট্টগ্রাম     (ঘ) গোপালগঞ্জ


২২। বর্তমানে বাংলাদেশের কৃষিপণ্য বিশ্বের কতটি দেশে রপ্তানি হচ্ছে?

            (ক) ৯৭টি        (খ) ১২১টি

            (গ) ১৫০টি       (ঘ) ১৭০টি


২৩। ৯২তম একাডেমি অ্যাওয়ার্ডে (২০২০) কয়েকটি বিভাগে পুরস্কার জিতেছে কোন চলচ্চিত্র?

            (ক) প্যারাসাইট

            (খ) হাসলারস

            (গ) নাইভস আউট

            (ঘ) লিটল উইমেন


২৪। করোনাভাইরাস চীনের কোন শহর থেকে ছড়িয়েছে?

            (ক) বেইজিং

            (খ) উহান

            (গ) সাংহাই

            (ঘ) লুয়ান


২৫। আমার দেখা নয়াচীন বইটি কত সালে প্রকাশিত হয়?

            (ক) ২০১০ সালে

            (খ) ২০১৯ সালে

            (গ) ২০২০ সালে

            (ঘ) ১৯৯৯ সালে


২৬। ইরানের কুদস বাহিনীর বর্তমান প্রধান কে?

            (ক) ইসমাইল কানি

            (খ) আয়াতুল্লাহ খোমেনি

            (গ) সোলাইমানি

            (ঘ) রমজান শরীফ


২৭। বাংলাদেশে একজন করে বিচারক রয়েছেন কতজন মানুষের জন্য?

            (ক) ১০০          (খ) ৫ হাজার

            (গ) ১ লাখ        (ঘ) ২ লাখ


২৮। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সুপার হিউম্যান’ হিসেবে অভিহিত করেছেন কে?

            (ক) নরেন্দ্র মোদি

            (খ) জিউসেপ কোঁতে

            (গ) ডোনাল্ড ট্রাম্প

            (ঘ) ভ্লাদিমির পুতিন


২৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়াচীন’ কোন ধরনের গ্রন্থ?

            (ক) উপন্যাস  

            (খ) কাব্য

            (গ) ছোটগল্প

            (ঘ) স্মৃতিকথামূলক ও ভ্রমণকাহিনী


৩০। আমার দেখা নয়াচীন বইয়ের ইংরেজি অনুবাদক—

            (ক) ড. হাবিবুল্লাহ সিরাজী

            (খ) ড. ফকরুল আলম

            (গ) ড. সিরাজুল ইসলাম

            (ঘ) ড. আনিসুজ্জামান


৩১। ০২.০২.২০২০ তারিখটি ছিল একটি—

            (ক) প্যালিনড্রমিক সংখ্যা

            (খ) সিনথেটিক সংখ্যা

            (গ) রোমানীয় সংখ্যা

            (ঘ) ডিফারেনশিয়াল সংখ্যা


৩২। মুজিববর্ষ শুরু হবে কবে থেকে?

            (ক) ১ মার্চ       

            (খ) ১৭ মার্চ

            (গ) ২৬ মার্চ   

            (ঘ) ১৫ আগস্ট


৩৩। ইরাকের নতুন প্রধানমন্ত্রীর নাম—

            (ক) আবদেল আব্দুল মাহদি

            (খ) বাহরাম সালিহ

            (গ) আহমেদ হাসান

            (ঘ) তৌফিক আলাউয়ি


৩৪। নারীর শান্তি ও নিরাপত্তাসূচকে বাংলাদেশের অবস্থান—

            (ক) ২৪তম     

            (খ) ৫৫তম

            (গ) ৯৩তম     

            (ঘ) ১৪২তম


৩৫। ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্যসংখ্যা কতটি দেশ?

            (ক) ২৫           (খ) ২৬

            (গ) ২৭            (ঘ) ২৮

৩৬। যুক্তরাজ্য কবে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে?

            (ক) ৩১ জানুয়ারি, ২০২০

            (খ) ২ ডিসেম্বর, ২০১৯

            (গ) ৭ মার্চ, ২০১৮

            (ঘ) ৫ ফেব্রুয়ারি, ২০২০


উত্তর মিলিয়ে নিন : ১. খ ২. ক ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ক।

Bangla E-School

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন