S.S.C Special Coaching
করোনার এই ক্লান্তিকালে সকল কিছু যখন স্থবির হয়ে পড়েছে, সে সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের কমলমতি শিক্ষার্থীরা। তাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ একটি বছর চলে যাচ্ছে, তবে যারা বুদ্ধিমান তারা তাদের পড়া-লেখা চালিয়ে যাচ্ছে। সে সময়ে শিক্ষার্থীদের পাশে আস্থার অভিভাবক হিসেবেে আছে আইকন টিউটোরিয়াল হোম।।
প্রতি বছরের ন্যায় এবারো সেরা শিক্ষক, সেরা শিক্ষার্থী এবং সেরা সেবা নিয়ে আইকন শুরু করতে যাচ্ছে এস.এস.সি স্পেশাল কোচিং ও মডেল টেস্ট ২০২১। তাই সবার থেকে এগিয়ে থাকতে আপনার আসনটি নিশ্চিত করুন।
এস.এস.সি স্পেশাল কোর্সে যা যা থাকছেঃ
#প্রতিদিন ক্লাস, প্রতিদিন বহুনির্বাচনী+সৃজনশীল (২০ নাম্বারের) পরীক্ষা।
#প্রতিদিন ২টি ক্লাস+প্রবলেম সলভিং ক্লাস।
#সাপ্তাহিক ৫০ নাম্বারের মোট ১০টি মডেল টেস্ট।
#মাসিক ১০০নাম্বারের মোট ১২টি মডেল টেস্ট।
#চূড়ান্ত পূর্ণাঙ্গ ১০টি মডেল টেস্ট।
#টেস্ট পেপার সলভিং।
#মোট ৭৫টি বহুনির্বাচনী টেস্ট+৩২টি মডেল টেস্ট।
# অভিজ্ঞ, আন্তরিক, দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন