শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

বাংলা সাহিত্যের তিন যুগ.

 বাংলা সাহিত্যের তিন যুগ.

বাংলার সাহিত্যের তিন যুগ.




বাংলার তিন যুগ বলতে,বাংলা সাহিত্যের তিন যুগ বুঝিয়েছি। আমরা সকলে জানি বাংলা সাহিত্যের তিন যুগ সম্পর্কে,এ তিন যুগের সাহিত্যই  বাংলা সাহিত্য কিন্তু বিষয়বস্তু,রচনারীতিতে তিন যুগের সাহিত্য তিন রকম।

১. প্রাচীণ যুগ--৯৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত
এই যুগে বাংলা সাহিত্যের একটি মাত্র বই পাওয়া যায়, যার নাম “চর্যাপদ” যেটি আবিস্কৃত হয় নেপালের রাজদরবার থেকে। এই বইয়রে ভাষা আজ দুর্বধ্য,বিষয়বস্তু দুরুহ। ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত কোন সাহিত্য রচিত হয়নি তাই,এই সময়টিকে বাংলা  সাহিত্যের অন্ধকার সময় বলা হয়।

২.মধ্যযুগ--১৩৫০ থেকে ১৮০০ সাল পর্যন্ত
মধ্যযুগে বাংলা সাহিত্যের বিশাল এক ভান্ডার সৃষ্টি হয় ,এ সময়ে রচিত হয় অসংখ্য কাহিনিী কাব্য এবং গীতিকবিতা। মধ্যযুগে আরেক শ্রেণির কাব্য সৃষ্টি হয় যার নাম “মঙ্গলকাব্য” এই যুগের শ্রেষ্ঠ ফসল হচ্ছে  “বৈষ্ণব পদাবলি”


৩. আধুনিক যুগ--১৮০০ থেকে চলমান বর্তমান
যে যুগে আমরা অবস্থান করছি সেটিই হচ্ছে আধুনিক যুগ,আধুনিক যুগের বড় অবদান “গদ্য”
 ”উইলিয়াম কেরি” এবং তার সহায়করা মিলে তৈরি করেন বাংলা গদ্যের।
আধুনিক যুগে বাংলা সাহিত্যে উপন্যাসের উম্মেষ ঘটান  প্যারিচাঁদ মিত্র,উপন্যাসের নাম “আলালের ঘরের দুলাল”। 

Bangla E-School

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন